1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ঝিকরগাছায় জামায়াতের কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সামাদ ও সম্পাদক সোহাগ যশোর সদরের সতিঘাটায় সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা অপারেশন ডেভিল হান্টেও ফিরছে না স্বস্তি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ যশোরে খালুর চোখ উপড়ে ফেলা সেই যুবক আটক ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৮ শিশু-কিশোর ইয়েমেনে নৌকা ডুবে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট

নাটালি নাকি সেলেনা, কে হবেন পর্দার ব্রিটনি?

  • প্রকাশের সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার সংবাদটি পাঠিত
নাটালি নাকি সেলেনা, কে হবেন পর্দার ব্রিটনি?

কণ্ঠ ডেস্ক

পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন ‘ক্রেজি রিচ এশিয়ানস’ ও ‘উইকড’ খ্যাত পরিচালক জন এম চু। ২০২৪ সালের আগস্টে সিনেমারটির ঘোষণা দেওয়া হয়। এরপর ব্রিটনি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটির জন্য। লাইফ অ্যান্ড স্টাইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, হলিউডের শীর্ষস্থানীয় তারকা সেলেনা গোমেজ (৩২) এবং নাটালি পোর্টম্যান (৪৩) দু’জনেই বায়োপিকের এই আইকনিক পপ তারকার চরিত্রে অভিনয়ের দৌঁড়ে এগিয়ে রয়েছেন।লাইফ অ্যান্ড স্টাইলকে একটি সূত্র জানিয়েছে, ব্রিটনি নাটালি পোর্টম্যানকে ভালোবাসেন এবং মনে করেন তিনি এতটাই দুর্দান্ত অভিনেত্রী যে তার চরিত্রে নাটালিকে দেখতে ভালো লাগবে তার। ব্রিটনি এও মনে করেন, সঠিক মেকাপে এই অভিনেত্রীকে খুব সহজেই তার চেহারায় রুপান্তরিত করা যাবে।অন্যদিকে সেলেনা গোমেজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি এমন একজন যাকে ব্রিটনি একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে ভালোবাসেন। ব্রিটনি মনে করেন, সেলিনা একজন অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী। অন্যদিকে নির্মাতা জন এম চু জানিয়েছেন খুব শিগগিরই বায়োপিকের কাজ শুরু হবে। চু বিলবোর্ডকে নিশ্চিত করেছেন যে, স্পিয়ার্স তার বায়োপিক তৈরিতে সবরকমভাবে সহযোগিতা করবেন।চু বলেন, ‘আমি এখনও পুরোপুরি কাজ শুরু করিনি। তবে তিনি (ব্রিটনি) এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। আমার কিছু ধারণা ও পদ্ধতি রয়েছে যা নিয়ে খুব দ্রুত সামনে এগোচ্ছি।’ ব্রিটনির মতো একজন পপতারকাকে যথাযথ সম্মান দিয়েই কাজটি কতে চান চু। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে ন্যায়বিচার করতে চাই এবং তার গল্পটি সঠিকভাবে বলতে চাই।’তবে সম্ভাব্য কাস্টিং নিয়ে গুঞ্জন সত্ত্বেও, পর্দায় স্পিয়ার্সের চরিত্রে কে অভিনয় করবেন সে সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বলা প্রয়োজন, গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির আত্মজীবনী নিয়ে বই ‘দ্য ওম্যান ইন মি’। বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION