1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঢাকুরিয়ায় গ্রামবাসির উদ্যোগে সাত’শ মিটার রাস্তা সংস্কারের কাজ চলছে

  • প্রকাশের সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার সংবাদটি পাঠিত
ঢাকুরিয়ায় গ্রামবাসির উদ্যোগে সাত’শ মিটার রাস্তা সংস্কারের কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক

মনিরামপুর উপজেলার উত্তরপাড়া গ্রামবাসির নিজস্ব উদ্যোগে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। রাস্তা সংস্কারের কাজ শেষ হলে এলাকার শত শত মানুষের যাতায়াতের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ১১৪ নম্বর মৌজা উত্তরপাড়া গ্রামের সুলতান মোড়লের বাড়ি থেকে খালপার মসজিদ পর্যন্ত আনুমানিক ৭০০ মিটার কাঁচা রাস্তা দু’যুগেরও বেশিদিন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এ যাবৎ কাল রাস্তা সংস্কারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বরদের কোন মাথা ব্যথা ছিল না। উদ্যোগ নেননি গ্রামের কোন লোকজন। এ কারণে গ্রামের মানুযের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এসব দূর্ভোগ এড়াতে সম্প্রতি উত্তরপাড়া গ্রামের হায়দার ফারুখ, ওহিদুল ইসলাম, মহোর আলী, সিদ্দিক মোড়ল, আইয়ুব আলী, জাকির হোসেনসহ কয়েকজন উদ্যোগ নেন। তাদের জনকল্যাণমূলক কাজের সহযোগিতায় গ্রামবাসি এগিয়ে আসেন। গত ১৭ জানুয়ারি শুক্রবার স্থানীয় লোকজনের উপস্থিতিতে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহব্যাপী কাজ চলবে। স্থানীয় লোকজন আরও জানান, কমপক্ষে ১ ফুট উঁচু ও ১২ ফুট চওড়া আনুমানিক ৭০০ মিটার রাস্তার কাজ শেষ করতে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হবে এবং সমুদয় টাকা গ্রামবাসির কাজ থেকে আদায় করে খরচ বহণ করবেন। এ ব্যাপারে স্থানীয় হায়দার ফারুখ, আরিফ হোসেনসহ কয়েকজন জানান, দীর্ঘদিন যাবৎ এ রাস্তায় চলাচল করা যায়নি। মানুষের যাওয়া-আসা করতে হলে অন্য কোন রাস্তা ঘুরে যেতে হত। রাস্তা হলে এলাকার লোকজনের যাওয়া-আসার সুযোগ হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION