1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাইফ তারকা বলেই এত আলোচনা: শহীদ

  • প্রকাশের সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার সংবাদটি পাঠিত
কারিনা কাপুর ও সাইফ আলি খান

কণ্ঠ ডেস্ক

মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাইফ আলি খান। তিনি যখন লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের অনেক তারকাই হাসপাতলে গিয়ে তাকে দেখে এসেছেন। যারা যাননি তারাও খান সাহেবের আরোগ্য কামনা করেছেন। এই তালিকায় আছেন কারিনার প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরও। শহীদ সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের বাইরেও কথা বলেন নানা বিষয় নিয়ে। উঠে আসে সাইফের প্রসঙ্গও।সাক্ষাৎকারে শাহিদ বলেন, ‘এটা যে কারও সঙ্গেই হতে পারে। তবে মুম্বাই খুব নিরাপদ একটি শহর। এটা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং আমরা সকলেই খুব অবাক হয়েছি এতে। এমন অনেক শহর রয়েছে যেখানে এই বিষয়গুলো ঘটেই থাকে, সেখানে এই সব ঘটনা ঘটা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এটা যে কারও সঙ্গেই হতে পারে। আমি বলব না যে সেলিব্রিটিরা সফট টার্গেট।’তিনি আরও বলেন, ‘অনেক মানুষ আছেন যারা সম্ভবত একই রকম পরিস্থিতিতে পড়েন। এমনকি যদি এটি কোনও সাধারণ ব্যক্তির সঙ্গে ঘটে থাকে তাহলেও আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ সাইফ একজন সেলিব্রিটি বলেই ওকে নিয়ে এত অলোচনা হচ্ছে। এটি অবশ্যই এমন একটি বিষয় যা আমাদের খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, সাইফ বাড়ি ফিরেছেন, ভালো আছেন দেখে আমরা সবাই খুশি।’উল্লেখ্য, ১৫ জানুয়ারি নিজ বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত হন সাইফ। যখন আক্রমণকারী আসে তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টি টের পেয়ে নায়ক তাকে বাঁধা দিতে গেলে, আক্রমণকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় সে সময়ই সাইফকে ছুরিকাঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। ঘটনার পাঁচ দিন পর বাড়ি ফেরেন সাইফ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION