1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শীতের সকালে উষ্ণ রুপে ধরা দিলেন জয়া

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার সংবাদটি পাঠিত
শীতের সকালে উষ্ণ রুপে ধরা দিলেন জয়া

কণ্ঠ ডেস্ক

কারও কাছে ‘লাল গোলাপ’, কারও কাছে ‘রেড ভেলভেট’! এত মোহনীয় লুকে ধরা দিলে অনুরাগীরা কি আর থেমে থাকতে পারে? শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ আটকে গেল চার ছবির কোলাজে। সে ছবি আর কারও নয়, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসানের! তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই! চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’! মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা; উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’। শুধু কী তাই? বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’ ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে। সম্প্রতি ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী। বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়; উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION