শরিফুুল ইসলাম
বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলা,ইউনিয়নে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।তারই ধারাবাহিকতায় মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ই জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত কার্ড বিতরণ কার্যক্রম চলে।এ স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র ঢাকুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৮০১৩ জন ভোটারের মাঝে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গতকাল বুধবার সকাল ১১ টার সময় ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন এ এস এম হুমায়ুন কবীর মহাপরিচালক,জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।এ সময়ে তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন হুমায়ুন কবীর, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,আনিছুর রহমান,যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা।আব্দুর রশিদ অতিঃ জেলা নির্বাচন কর্মকর্তা, যশোর,ফারাজী বেনজীর আহম্মেদ খুলনা সিনিয়র জেলা নির্বাচন অফিসার,নিশাত তামান্না,মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার,কল্লোল বিশ্বাস উপজেলা নির্বাচন অফিসার,নাননী খান ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার,নূর মুহম্মদ ওসি(ভারপ্রাপ্ত) মনিরামপুর থানা,এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী গাজী,ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুস জব্বার,ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্য নাছির হোসেন,মহিলা ইউ সদস্য সাথী বেগম, আবু কালামসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর প্রত্যেকটি রুম পরিদর্শন করেন।সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যারা স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র গ্রহণ করেছেন তারা কার্ডটি হেফাজতে রাখবেন এবং কার্ডটি কোন প্রকার লিমোনেটিং করবেন না তবে যত্নসহকারে রাখবেন।তিনি আরো বলেন যারা কার্ডটি কোন কারণবসত সংগ্রহ করতে পারেন নি তারা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কার্ডটি সংগ্রহ করবেন।এবং খুব তাড়া গ্রামে গ্রামে গিয়ে যারা ভোটার হতে পারেননি তাদেরকে সঠিক তত্বের মাধ্যমে ভোটার বানানো হবে।স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি সহজতর করতে কাজ করেছেন একদল যুবক।এতে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে না সাধারণ জনগনকে।তারা কেন্দ্রে এসে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে কিছুক্ষণের মধ্যে স্মার্ট কার্ড নিয়ে যেতে পারছেন।সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন ফ্রি টোকেন সেবা কেন্দ্র।দীর্ঘদিন পর স্মার্ট কার্ড পেয়ে খুশি এলাকার ভোটাররা।কয়েক ধাপে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।এর মধ্যে স্মার্টকার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে-গত ৪ জানুয়ারি ৩ ও ৪ নম্বর ওয়ার্ড তারুয়াপাড়া,গাবুখালি ও লাউকুণ্ডা গ্রাম গাবুখালি মাধ্যমিক বিদ্যালয়ে।৫ জানুয়ারি ৮ ও ৯ নম্বর জয়পুর,জয়পুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ জানুয়ারি ১ ও ৯ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া,বারপাড়া,বলিয়ানপুর ও ব্রাহ্মনডাঙ্গা, বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ে। ৭ জানুয়ারি ৬ ও ৭ নম্বর ওয়ার্ড করেরাইল, তেলিকুড়, সুবলকাটি, ঢাকুরিয়া ও ভবানীপুর, ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ে।৮ জানুয়ারি বিতরণ করা হয়েছে ২ ও ৫ নম্বর ওয়ার্ড চাপাকোনা,ব্রহ্মপুর,প্রতাপকাটি ও নাউলি গ্রা।সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিতরণ কার্যক্রম চলে।যে সকল ভোটাররা কার্ড সংগ্রহ করতে পারেননি তাঁরা ৮ই জানুয়ারিতে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সংগ্রহ করেছেন।তবে প্রত্যেক ভোটারদেরকে পুরাতন ভোটার আইডি কার্ডসহ স্বশরীরে উপস্থিত থেকে কার্ড সংগ্রহ করেছেন।