কণ্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে বিএনপির কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রাথমিকভাবে তিনজন নেতাকে নির্বাচিত করা হয়েছে। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এদিন ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সভাপতি পদে আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে এসএম আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মোমিন ভুঁইয়া একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র না নেওয়ায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক গোলাম রেজা দুলু, আব্দুস সালাম এবং অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল।