মণিরামপুর(যশোর)প্রতিনিধি
মণিরামপুরে মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষকদের ১৫ দিনের বেসিক প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) মণিরামপুর কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরের ১ম ব্যাচে ১৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ২৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ শেষে রোববার সকাল ১১টায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের হলরুমে সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষনার্থী শিক্ষক-শিক্ষিকাদের হাতে সনদ তুলে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান। প্রশিক্ষনার্থী সহাকারী শিক্ষক মেহেদী হাসান জুপিটারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাখেন প্রশিক্ষক এস,এম মজনুর রহমান, প্রশিক্ষনার্থী সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান, সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার জি,এম ইসরাফীল ইসলাম, প্রশিক্ষন বিবেকান্দ বিশ^াস, সাংবাদিক সহকারী অধ্যাপক নূরুল হক, প্রশিক্ষনার্থী শিক্ষক আবুল কালাম আজাদ, আকরাম হোসেন, উপজেলা ব্যানবেইস অফিসের কম্পিউটার অপারেটর সুকান্ত মন্ডল প্রমূখ।