1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মণিরামপুর কমিটি দিতে আড়াই লাখ দাবি, সংগঠক বললেন ‘এটা শুধু মজা করা’ মনিরামপুরে বাস-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

যশোরের সাবেক সেনা সদস্যসহ আটক ৪, অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার সংবাদটি পাঠিত
যশোরের সাবেক সেনা সদস্যসহ আটক ৪, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

যশোর শহরতলী হাইকোর্ট মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এরমধ্যে একজন পৌর কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। রোববার রাত ১০টার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে অসমর্থিত কিছু সূত্রের দাবি-চক্রটি আইন-প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে দির্ঘদিন ধরে চোরাচালানের বড় বড় স্বর্ণের চালান আটক করে হজম করে আসছিল। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তদন্তের স্বার্থে ঘটনার রাতে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি জানাননি। তবে আটককৃতদের ছবি ও অস্ত্রের ছবি হস্তগত হওয়ায় এবং একাধিক সূত্রে নিশ্চিত এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে স্বর্ণলতা ডট নিউজ’। আটককৃতরা হলেন-যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫২)। তিনি সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। এছাড়া চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মোঃ রকি বিশ্বাস (৩০)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তল্লাশী করে তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য। বিভিন্ন সূত্রের দাবি-চক্রটি স্বর্ণের চালান ধরে আত্মসাত করে আসছিল। চৌগাছা পৌর কাউন্সিলর সোর্স হিসেবে ভুমিকা পালন করতেন। অবশেষে ডিবির জালে তারা গ্রেফতার হয়েছেন। অপরাধী এই চক্রের সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে বলেও সূত্রগুলো দাবি করেছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION