নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী মুড়লীর দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০শে ডিসেম্বর) সকালে বিদায়ের হলরুমে বার্ষিক পরীক্ষার ফল প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান বলেন, তোমারা যারা বার্ষিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা উত্তীর্ণ হয়েছো তারা আগামীতে আরো ভালো ফলাফল করবে বলে আশা করি। যাদের ফলাফল সন্তোষজনক হয়নি তারাও চেষ্টা করবে আগামীতে ভালো ফলাফল করার জন্য, সবার সাফল্য কামনা করি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।