1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুরে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনিরামপুরে ভাটা মালিক শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত আশাশাশুনিতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ  এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান  নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার তিন ষড়যন্ত্রমূলক মামলা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলায় কোন অপকর্ম চলবে না : মোস্তাক আহমেদ সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কর্মী নিহত

যবিপ্রবিতে ‘বিপ্লব ২৪’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার সংবাদটি পাঠিত
যবিপ্রবিতে ‘বিপ্লব ২৪’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) `বিপ্লব ২৪’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে মোহাম্মদ সজীব হোসেন আহ্বায়ক ও মোঃ ফরিদ হাসান সদস্য সচিব মনোনীত হয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং প্রক্টরকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। আহ্বায়কের দায়িত্ব পাওয়া মোঃ সজীব হোসেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (ইইই) বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব মোঃ ফরিদ হাসান ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষার্থী। কমিটির মূখ্য সংগঠক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ হান্নান হোসেনকে। বিপ্লব-২৪ এর আহ্বায়ক মোঃ সজীব হোসেন বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ❝বিপ্লবের শপথ নিন,দেশ গঠনে অংশ নিন❞এই প্রতিপাদ্য নিয়ে ❝বিপ্লব-২৪❞ সংগঠনের যাত্রা।সচেতন নাগরিক হিসেবে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা,দেশের প্রান্তিক পর্যায়ে শিক্ষার সার্বিক গুরুত্ব সকল নাগরিকের কাছে তুলে ধরা,পরিবেশ সংরক্ষণে সকল নাগরিকদের সচেতন করা এবং জুলাই বিপ্লবের হাজার হাজার শহীদ ও আহতদের স্বপ্নের যে বৈষম্যহীন সমাজ এবং বাংলাদেশ কামনা সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। বিপ্লব ২৪ এর সদস্য সচিব মোঃ ফরিদ হাসান বলেন,“বিপ্লবের শপথ নিন, দেশ সংস্কারে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে “বিপ্লব ২৪” নামের সংগঠনটি। জুলাই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং সেই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি, ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে গুম, খুন বা হত্যার শিকার নিরপরাধ মানুষের পরিবারের পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা প্রদান, পরিবেশের উন্নয়ন এবং সমাজের ক্ষতিকর দিকগুলো দূর করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এ সংগঠনের লক্ষ্য। গুটিকয়েক তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী চেতনাকে ধারণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এর কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করি। উল্লেখ্য, আহ্বায়ক কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ সামিউল আজিম, শাহরিন আফরিন শিপ লা, সাকিব হাসান, সাদমান ফেরদৌস, আল আমিন, আলফাজ হোসেন আরবি, আহনাফ তাহমিদ বাঁধন, মুনসূত্রধর, মোহাম্মদ নাঈম হোসেন, সৈয়দ সিয়াম আহমেদ, হাসিন আবরার মঈন প্রমুখকে রাখা হয়েছে। এছাড়াও পরবর্তীতে আরও সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানানো হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION