নিজস্ব প্রতিবেদক
দির্ঘ ১৬ বছর পর (২৭শে ডিসেম্বর) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে (২৬শে ডিসেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন যশোরের জামাতের নেতৃবৃন্দ। এ সময়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী যশোরের সভাপতি অধ্যাপক গোলাম রসুল বলেন,আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলায় ২০০৮ সালের পর প্রকাশ্যে কোন সভা-সম্মেলন করতে পারেনি । গত ১৬ বছর গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ও মতের উপর দমন-পীড়ন চালিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর এ জুলুম-নির্যাতনের মাত্রা ছিলো বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে কথিত বিচারের নামে ফাসি দিয়ে হত্যা করেছে।সাবেক আমীরে জামায়াত ভাষা সৈনিক, কেয়ারটেকার সরকারের রূপকার অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফ, সিনিয়ার নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, ৫ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানসহ অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে বন্দী রেখে হত্যা করেছে । ফাসির রায় দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামকে জেলাখানায় বন্দী রেখেছিলো। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অনুগত ও অতি উৎসাহী আইনশৃংখলা বাহিনীর কিছু কর্মকর্তা ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলায় ১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে ও অসংখ্য নেতা-কর্মীদেরকে গুলি করে পুঙ্গু করেছে। আওয়ামীলীগ সরকার যশোর জেলা জামায়াতের হাজার হাজার নেতা-কর্মীর নামে প্রায় ১২০০ অধিক মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারাগারে বন্দী করে রেখেছিল । হাজার হাজার নেতা-কর্মীকে ঘর-বাড়ি ছাড়া করা হয়েছিল। বাড়ি ঘরে ঘুমাতে পারেনি অসংখ্য নেতা-কর্মী । জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয় খুলতে দেওয়া হয়নি। গত ৫ আগষ্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে দেশ ২য় বার স্বাধীনতা লাভ করেছে। দেশের মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে । গনতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়ে দেশের সকল রাজনৈতিক দল স্বাধীন ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে । এমন একটি পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় যশোরের এতিহাসিক ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলন করবে । এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান । এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটার আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন যশোরের জামাতের স্থানীয় নেতৃবৃন্দ।