নিজস্ব প্রতিবেদক
যশোরের রাজারহাট নিবাসী মরহুম হাজী খোরশেদ আলম মোল্লার ছেলে হাজী কওছার মোল্লা গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর) রাত ৯টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর)সকালে ঢাকা থেকে এম্বুলেন্স যোগে রাজারহাট তার নিজ বাসভবনে আনা হলে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে, স্ত্রী , সন্তান, আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। জোহরবাদ রাজারহাট রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজা নামাজে এলাকাবাসী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সামাজিক ব্যাক্তিত্ব, স্থানীয় প্রতিনিধি, ব্যাবসায়ী, আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীসহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি ২ ছেলে ও ২ মেয়ে , স্ত্রী , ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, যশোর জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গরা।