নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সমাবেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে মণিরামপুরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজনে পৌরশহরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য ও বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা সূরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান, সহকারী সেক্রেটারী এইচ এম শামীম, সূরা ও কর্মপরিষদ সদস্য আবু সালেহ মো: উবাইদুল্লাহ ও পৌর আমীর সহকারী অধ্যাপক আব্দুল বারী।