1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

বিটুমিন চুরির অভিযোগে শ্রমিক দলনেতাসহ ৩জন আটক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার সংবাদটি পাঠিত
বিটুমিন চুরির অভিযোগে শ্রমিক দলনেতাসহ ৩জন আটক

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির সাতদিন পর পৌর শ্রমিকদল নেতাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটকের পর সোমবার রাতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ চুরি হাওয়া বিটুমিন ঝিনাইদহ জেলা শহর থেকে উদ্ধার করেছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। জানা যায়,গত ১৮ তারিখ রাতে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরি হয়ে যায়। এরপর ১৯ ডিসেম্বর ঠিকাদার তোতা মিয়া ও অলিয়ার রহমান কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুরি হওয়া বিটুমিন রাখার স্থান। সে অনুযায়ী সোমবার রাতে ঝিনাইদহে অভিযান চালান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা। সে সময় উদ্ধার করেন চুরি হওয়া বিটুমিন। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিটুমিন চুরির মাস্টার মাইন্ড মহেশপুর উপজেলা নেপা গ্রামের মৃত রয়েল বক্সের ছেলে এবং বর্তমানে কোটচাঁদপুর পৌর শহরের আদর্শ পাড়ার মাটি ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫), কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার আখের আলীর ছেলে পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান (হিরা) (৪৪) ও বেনেপাড়ার আলফা মন্ডলের ছেলে আকরাম হোসেন (৪৮) কে আটক করে পুলিশ। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুরি হওয়া বিটুমিনের খবর। সাথে সাথে অভিযান চালিয়ে ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছি। তিনি বলেন,অনেক পরিশ্রমের পর চুরির ঘটনাটি দ্রæততম সময়ের মধ্যে উদঘাটন করা সম্ভব হয়েছে। আর যদি এটা উদ্ধার করা না যেত তাহলে এ এলাকায় ঠিকাদারদের বিটুমিনসহ মালামাল রাখা অনেক কষ্ট সাধ্য হয়ে যেতো। তবে বিটুমিন উদ্ধার করে আমরা যেমন প্রশংসিত হয়েছি বলে মনে করছি, তেমনি চোরদের জন্য একটা বড় ম্যাসেজ এটা। এখন থেকে এই এলাকায় আর কেউ চুরি করতে সাহস পাবে না। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION