মণিরামপুর(যশোর)প্রতিনিধি
মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজার বনিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। রোববার তফসিল ঘোষণামতে মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেওয়ার ২৩ ডিসেম্বর, যাচাই বাচাই ২৫ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত ১১ জানুয়ারী ২০২৫। এ সময় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সভাপতি পদে রাশেদ আলী, আনিচুর রহমান ও আব্দুল হান্নান গাজী, সহ-সভাপতি পদে রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান, ইসরাফিল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান ও তরিকুল ইসলাম, সদস্য পদে ইকবাল হোসেন, রনি হোসেন, আবুল হাসান, ফিরোজ হোসেন, লিয়াকত হোসেন, সাইফুল ইসলাম ও জিল্লুর রহমান। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০৫ জন। প্রিজাইডিং দায়িত্ব পালন করবেন মাষ্টার তাইজুল ইসলাম।