মণিরামপুর(যশোর)প্রতিনিধি
মণিরামপুরে মুফতী ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস পরিচালিত স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২৪ জন দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। রোববার সকাল ১০টায় মণিরামপুর উপজেলা অডিটোরিয়ামে মুফতী ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশনের পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ ও বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার জনাব নিশাত তামান্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, মণিরামপুর অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার। মুফতী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুফতী ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশনের সদস্য মুফতী আশফাকুল আনোয়ার ইয়ামনি, মাওলানা বরকতুল ইসলাম, মাওলানা হাসান আল মামুন, জমিয়তে উলামায়ে ইসলামের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রনেতা এস এম মারুফ, তাকওয়া ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান, সদস্য মাহমুদুল হাসান, সামছুজ্জামানসহ প্রমুখ।