মোঃ শফিকুল ইসলাম,যশোর
নাশকতার পৃথক মামলায় যশোরের আদালতে আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আত্নসমর্পণের পর তাদের জামিন না মজ্ঞুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়াও মামলার অন্যান্য আসামীরা দ্রুত আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। আদালত সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১০৫ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। অপরদিকে সদর উপজেলার আরেকটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন ২০ জন। তাদের মধ্যে সদরের ফতেপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনও রয়েছেন। তাদের সকলের জামিনই না মজ্ঞুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।এদিকে, কেশবপুরের অন্য আরেকটি নাশকতার মামলায় ৪২ জন নেতাকর্মী আদালতে আত্নসমর্পণ করেন তাদেরকে আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামি পক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা জেলা জজ আদালতে জামিন ধরবেন।