আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কেশবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের ৫২টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উৎপল দে। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণ দেবনাথ, সুমন মিত্র, বিজন দাস প্রমূখ। সহযোগীতায় ছিলেন চারুপীঠের উপদেষ্টা ও ব্যাংক কর্মকর্তা আলাউদ্দীন খান বাবু । কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, ১৯ মে আমাদের সাধ্য অনুযায়ী ৫২ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী খাদ্য(চিনি, সেমাই, গুড়ো দুধ, বাদাম ও কিচমিচ )বিতরণ করা হয়েছে। এর আগে আমি নিজ উদ্যোগে ৬২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী , মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছিলো।
কেশবপুরে ১ শত ২০ জন দুস্থদের মাঝে আব্দুল
কুুদ্দুস গাজীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুরে ১ শত ২০ জন দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আফির গাজীর ছেলে আব্দুল কুুদ্দুস গাজী তার নিজস্ব তহবিল থেকে ১ শত ১২০ জন দুস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,সেমাই,গুড়ো দুধ,ডালড়াসহ বিভিন্ন ঈদ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আব্দুল কুুদ্দুস গাজী। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আব্দুল কুুদ্দুস গাজীর মাতা কোহিনুর বেগম,ছোট ভাই আব্দুল সালাম গাজী প্রমুখ।
কেশবপুরে সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে বিএনপি নেতা
রুবেল শেখের ঈদ উপহার সামগ্রী বিতরণ
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির পক্ষে নভেল করোনা ভাইরাস সংক্রমণ আতংকে ঘরে বন্ধি কর্মহীন হতদরিদ্র সাড়ে চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ রুবেল।
মঙ্গলবার বিকালে তিনি দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে ইউনিয়নের ভরত ভায়না, কাশিমপুর, ইন্দোমতি ও গৌরিঘোনা গ্রামের ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, ডাল ও সাবান বিতরণ করেন। এর আগের দিন সোমবার তিনি একই ইউনিয়নের বুড়–লিয়া, দশকাউনিয়া, ভেরচী ও আগরহাটি গ্রামের ২’শ ৫৫ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজী, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার রুহুল আমিন, আব্দুল গফফার, ভূট্টো রহমান, আলতাফ হোসেন, জুবান আলী, প্রভাষক আব্দুল গফফার যুবদল নেতা আব্দুল গফ্ফার, শেখ রাসেল, সাজু রহমান , রাজু রহমান প্রমূখসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কেশবপুরে ২ শত দুস্থদের মাঝে সাবেক ব্যাংকার
রাশিদা খাতুনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুরে ২শত দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবদিয়া ও বায়সা গ্রামে সাবেক ব্যাংকার রাশিদা খাতুন তার নিজস্ব তহবিল থেকে ২ শত জন দুস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিনি,সেমাই,গুড়ো দুধ,ডালড়াসহ বিভিন্ন ঈদ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রাশিদা। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান,মুকুল হোসেন,আব্দুর রাজ্জাক,আব্দুল গফুর আলা উদ্দীন আলা সাংবাদিক রাকিবুল হাসান প্রমুখ। ইতিপূর্বে সাবেক ব্যাংকার রাশিদা খাতুন এলাকায় প্রায় ৫ শতর বেশি কর্মহীন,দুস্থ,অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কেশবপুরে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুর থানা পুলিশ ৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুপ্রভাত মন্ডল সঙ্গীয় পুলিশ ফোস নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাগদহা গ্রামের আবুল বাশারের স্ত্রী লাকী বেগমকে আটক করে। আটক লাকী বেগমের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আটক ব্যক্তিকে মঙ্গলবার সকালে জেলা হাজতে সোর্পদ করা হয়েছে।
কেশবপুরে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান
আদালতে ৯ হাজার ৫শত টাকা জরিমানা
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুরে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান,করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় মঙ্গলাবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরির্দশন করেন। সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলে জনসমাগম সৃষ্টি করার দায়ে উপজেলার পাঁজিয়া বাজারে কসমেটিক ব্যবসায়ী মফিজুর রহমানকে ১ হাজার টাকা,নতুন মৃল বাজারে কসমেটিক ব্যবসায়ী ইমরান হোসেনকে ৫শত টাকা,কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ১হাজার টাকা,বেগমপুর বাজারে মাছ ব্যবসায়ী ইদ্রিস আলীকে ১ হাজার টাকা,চাঁদড়া বাজারে কাপড় ব্যবসায়ী আব্দুল খালেককে ২ হাজার টাকা, সাতবাড়িয়া বাজারে জুতা ব্যবসাযী সাইফুল ইসলামকে ৫শত টাকা,মিজানগর বাজারে কসমেটিক ব্যবসায়ী আসাদুর রহমানকে ৫ শত টাকা,রবিউল ইসলামকে ১ হাজার টাকা,কেশবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামে প্রাইভেট পড়ানোর অপরাধে মাষ্টার আব্দুস সাত্তারকে ২ হাজার টাকা জরিমানা করেন।
কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে মারপিটের অভিযোগ
আজিজুর রহমান,কেশবপুর:
কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই কৃষক স্থানীয় চিকিৎসা নিয়েছে।উপজেলার ভোগতী নরেন্দপুর গ্রামের মৃত খোরশেদ আলী সরদারের ছেলে জয়লান সরদার(৫০) সাংবাদিকদের জানান,একই গ্রামের আছিন মাল,আফসার মাল,আয়ুব মালের কাছে ভোগতী নরেন্দপুর বিলের বৌর ধান জমির পানি দেওয়া ও জমি চাষ করার বাদও তাদের নিকট প্রায় ১০ হাজার টাকা পাওয়া থাকে। সোমবার রাত টার দিকে বায়সার মোড়ে আমি তাদের নিকট পাওয়া ১০ হাজার চাওয়া মাত্রই তারা ক্ষিপতো হয়ে আমাকে মারপিট করতে থাকে। এ সময় সামছুর মালের ছেলে রফিকুল ইসলাম মাল ঠেকাতে আসলে তারা তার উপর চড়া হয়ে উঠে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় লিখিত অভিযোগের প্রস্ততি চলছে বলে জয়লান সরদার জানান। এ ব্যাপারে আফসার মালের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজিজুর রহমান
কেশবপুর, যশোর।
মোবাঃ ০১ ৭ ২২-৯৭৪৬১৩
তাং-১৯.০৫.২০২০।