আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত জানুয়ারির শুরুতে কিয়েভসহ কয়েকটি ইউরোপীয় রাজধানী সফর করবেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্ত করার উদ্যোগের অংশ হিসেবে এই সফর পরিকল্পনা করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে। ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ। তার এই সফরে মস্কো যাওয়ার পরিকল্পনা নেই বলে সূত্রগুলো জানিয়েছে। তবে তিনি কিয়েভের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং রোম ও প্যারিসসহ অন্যান্য ইউরোপীয় শহরে বৈঠকের প্রস্তুতি চলছে।সূত্রগুলো জানায়, সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়নি এবং তা পরিবর্তন হতে পারে। তবে এই সফরের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ, কোনও সরাসরি আলোচনা নয়। তবুও নতুন বছরের শুরুতেই এই সফর ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার প্রতি গুরুত্বের ইঙ্গিত দেয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তবে সাবেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহজেই আলোচনায় আসবেন না, বিশেষ করে কিয়েভের জন্য গ্রহণযোগ্য শর্তে।ট্রাম্পের মুখপাত্র কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্ত করা ট্রাম্পের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ট্রাম্প শিবিরের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধানের জন্য একটি শান্তিপূর্ণ চুক্তি করা। ইউক্রেন ও ইতালির দূতাবাসের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ফরাসি দূতাবাস থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। ট্রাম্পের মিত্র ও উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য একাধিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে ইউক্রেনে মস্কোর দখলকৃত ভূখণ্ড দীর্ঘমেয়াদে রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।কেলগ নিজেও একটি প্রস্তাব দিয়েছেন। যেখানে যুদ্ধের বর্তমান সীমারেখা স্থির থাকবে এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। তবে তিনি এটিকে শুরুর প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, চূড়ান্ত পরিকল্পনা এখনও তৈরি করা হচ্ছে। চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে একটি বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে অবিলম্বে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। জেলেনস্কি জানান, যেকোনও শান্তি চুক্তির ক্ষেত্রে অর্থবহ নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান এবং পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, চুক্তি করতে হবে।