নিজস্ব প্রতিবেদক
আজ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) দীপক কুমার সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপ পরিচালক লুৎফর রহমান সিকদার। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার ভূমি রিয়াজ উদ্দিন আহমেদ, যশোর কৃষি বিভাগের উপপরিচালক মোশাররফ হোসেন, আলু বীজ বিভাগের উপপরিচালক তিমা পাল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, কে এম আব্দুল বাকী, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মহিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। এ সমাবেশে যশোর সদর উপজেলার শতাধিক পাটচাষী উপস্থিত ছিলেন। সমাবেশে অতিথিবৃন্দ পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিভিন্ন পরামর্শ দেন।