রূপদিয়া প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় ঘুমন্ত পিতা মাতার উপর কুড়াল দিয়ে হামলা চালিয়েছে পাষন্ড ছেলে। সোমবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে এতে পিতা আব্দুল মজিদ মোল্লা ও মাতা মুরশিদা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে সদর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিলে হামলার মুল হোতা ছেলে সেলিম কে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃত সেলিম ঘুনি প্রাইমারি বিদ্যালয়ের দপ্তরির চাকরি করেন এবং একই এলাকার আব্দুল মজিদের ছেলে। হামলায় আহত পিতা আব্দুল মজিদ জানান ছেলে সেলিম তার নামে জমি লিখে দেয়ার জন্য দীর্ঘ দিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিলো এবং জমি বিক্রির সাড়ে ছয় লক্ষ টাকা সেলিম কে দিতে চাপ প্রয়োগ করে আসছিলো। কিন্তু তিনি এগুলা দিতে অস্বীকার করায় দরজা ভেঙ্গে কুড়াল দিয়ে হামলা করে। তিনি আরো জানান জমি বিক্রির টাকা এবং জমি লিখে না দেওয়ার কারনে রাত তিনটার সময় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কুড়াল দিয়ে হামলা করে এবং মারধর করে। এতে করে বৃদ্ধ পিতা আব্দুল মজিদ ও কুড়ালের কোপে মাতা মুরশিদা বেগম মারাত্বক আহত হন। আহত মুরশিদা জানান পাষন্ড ছেলে সেলিম প্রায় জমি লিখে দেওয়ার জন্যে হুমকি ধামকি ও মারধর করতো এবিষয়ে বেশ কিছু দিন এলাকায় শালিশ ও হয়েছে কিন্তু সেলিমের অত্যাচার বন্ধ হয়নি সর্বশেষ গতকাল রাত তিনটার দিকে ঘরের দরজা কুড়াল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাকে কোপ দেই এবং তার পিতা কে মারধর শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমরা বেচে যায়।
এ ঘটানায় তিনি পাষন্ড ছেলে সেলিমের সুষ্ঠু বিচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।