1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মণিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১

  • প্রকাশের সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার সংবাদটি পাঠিত
সড়কদুর্ঘটনা

মনিরামপুর(যশোর)প্রতিনিধি

যশোরের মণিরামপুরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। রোববার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়ক চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুর ইসলাম (১৮)। মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায়ও মারাতœক। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি দ্রুতগামী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকীডাঙ্গা এলাকায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION