1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

পারুলিয়া সাপমারা খাল পুনঃ খননে ড্রেনেজ অবস্থা অচল জলাবদ্ধতায় পড়েছে কেন্দ্রীয় সেড মসজিদ ও মৎস্য আড়ৎ

  • প্রকাশের সময় রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৯৩ বার সংবাদটি পাঠিত
সাতক্ষীরা প্রতিনিধি‌ঃ পারুলিয়ার সাপমারা খাল পুনঃখননের অচ‌‌লাবস্থা দীর্ঘসূত্রিতার কবলে এবার পারুলিয়া কেন্দ্রীয় সেড মসজিদ , পারুলিয়া মৎস আড়ৎ ও কেন্দ্রীয় ঈদগাহ।গত কয়েকদিন পূর্বে পারুলিয়া ব্রিজ এলাকায় দ্বিতীয় দফায় পুনঃ খাল খননের সময় সেট মসজিদ, মৎস্য আ‌ড়ৎ সহ বাজারের পানি ও বর্জ্য নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা অচল হয়। মেশিনের সাহায্যে খাল পুনঃ খননের একই প্রক্রিয়ায় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা সম্ভব কিন্তু সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে ড্রেনেজ অবস্থা বন্ধ হওয়ায় কেন্দ্রীয় সেড মসজিদ ও মৎস্য আড়ৎ জলাবদ্ধতার কবলে, একই সাথে মৎস্য সেডের পানি নিষ্কাশন না হওয়ায় এলাকায় অংশবিশেষ জলাবদ্ধতায় পূর্ণতা পেয়েছে। পানি এবং বর্জ্য নিষ্কাশন না হওয়ায় মসজিদ ও মৎস্য সেড এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে ডেঙ্গু সহ নানা ধরনের রোগ বিস্তার করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে পারুলিয়া কেন্দ্রীয় সেড মসজিদটিতে কেবল পারুলিয়ার মুসল্লীরা নয় দূর-দূরান্ত হতে মুসল্লীরা আসে কিন্তু মসজিদ সংলগ্ন অজুখানা সহ অন্যান্য এলাকায় জলাবদ্ধতার পূর্ণতা পেয়েছে।অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা সচল না হলে আগামীতে জলাবদ্ধতার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ আরও বিস্তৃত হবে এমন আশঙ্কা ভুক্তভোগীদের।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION