নিজস্ব প্রতিবেদক
যশোরের মন্ডলগাতি বস্তিতে ডিবির ঝটিকা অভিযানে , ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ককটেলসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। গত রোববার (৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, যশোর মন্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে এলাকার কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে রাত ১০ টার সময় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী ঘরের পিছনে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ২ সদস্যকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৪টি ককটেল বোমা, বোমা তৈরীর সরঞ্জাম, ইয়াবা তৈরীর সরঞ্জামসহ ছিনতাই/চুরি করা মোবাইলসহ আসামীদের ব্যবহৃত মোট ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদের তথ্যমতে আরো ২ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ১ জন প্রবীন বোমা তৈরীর কারিগর ( শুকুর আলী)। গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১। মোঃ মুরাদ হোসেন (২১), পিতা- কবির হোসেন, সাং- চাঁচড়া পুলেরহাট, থানা- কোতয়ালী, জেলা-যশোর ২। জিসান @ ভাগ্নে জিসান (২১), পিতা- রবিউল ইসলাম, সাং- চাচড়া রায়পাড়া আলতাফের মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৩। মোঃ শুকুর আলী (৫৫), পিতা- মৃত মনসুর আলী, সাং-মন্ডলগাতি সত্তরঘর বস্তিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। ফয়সাল (২৩), পিতা- জাহাঙ্গীর কবীর, সাং-কৃষ্ণবাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোর। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্তে এসআই(নিঃ)/ মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় পৃথক ২টি এজাহার দায়ের করলে ১। কোতয়ালী মডেল থানার মামলা নং-২৩ তাং-০৯/১২/২০২৪ ও মামলা নং-২৪ তাং-০৯/১২/২০২৪ রুজু হয়। ধৃত ও পলাতক আসামীদের পিসি/পিআর পর্যালোচনায় দেখা যায়, তাদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।