নিজস্ব প্রতিবেদক
কচুয়া স্পোর্টিং জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে যশোরের রামনগর ইউনিয়নের কচুয়ার জামরুল তলা এলাকায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার ১৬ দলের অংশগ্রহণে খেলাটি শুরু হয়। উক্ত খেলায় ফাইনালে প্রতিদ্বন্দ্বী করেন রায়হান-ইত্তি জুটি বনাম রকি-জুয়েল জুটি। উক্ত খেলায় রায়হান-ইত্তি জুটি ১৫/১৪ পয়েন্টে রকি-জুয়েলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যশোরের টি এস আই মোহাম্মদ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.আরপি রায়, জান্নাতুল জাহান সাহানা, আয়োজক কমিটির সদস্য রূপক, রাকিব, রাতুল ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।