দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার যশোর আঞ্চলিক অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার যশোর আঞ্চলিক অফিস উদ্বোধন হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় যশোর মুড়লীর দানবীর হাজী মোহাম্মদ মহসিন স্কুলের সামনে দোয়া ও কেক কেটে উদ্বোধন করেন অত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না। এসময় তিনি বলেন, গ্রামঞ্চলের কথাগুলো প্রতিদিনের কণ্ঠের মধ্যে দিয়ে উঠে আসছে। গ্রামঞ্চলের কথাগুলো প্রতিদিনের কণ্ঠের মধ্যে দিয়ে উঠে আসছে। প্রতিদিনের কণ্ঠের সকল স্টাফ ও প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমে ও চেষ্টায় এই শহরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সততা, সত্য এবং সুন্দরের কাছাকাছি হতে চাই। যত কাছাকাছি হতে পারি তত কাছে যেতে চাই। সেই সত্য ও সুন্দরকে সঙ্গে নিয়েই প্রতিদিনের কণ্ঠের এই যাত্রা। আপনারা সকলে প্রতিদিনের কণ্ঠের পাশে থাকবেন। আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসায় প্রতিদিনের কণ্ঠ আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা করি। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পত্রিকার কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা। দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় অত্র পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনির সভাপতিত্বে ও নিজস্ব প্রতিনিধি মোঃ কামাল হোসেনর সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মুড়লী সূর্য সংর্ঘ ক্লাব ও ক্লাব হাউজ পাবলিক স্কুলের সভাপতি খন্দকার মহিব্বুর রহমান হিরন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাকিম আল রাব্বি সাকিব, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নাসির খন্দকার, বার্তা সম্পাদক জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার শেখ আমের আলী, আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, আর টিভির যশোর জেলা প্রতিনিধি বি এম ফারুক, মাই টিভির যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সকল সাংবাদিকসহ যশোরের কর্মরত প্রিন্ট , ইলেকট্রনিক্স সাংবাদিকরা ও স্থানীয় ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।