তাজাম্মূল হুসাইন
মণিরামপুরে সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শণিবার মণিরামপুর হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্ট) সেন্টারে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৩০ জন বিভিন্ন দলের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন। কর্মশালা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দীন, ইয়ুথ ফেলো, রিসোর্স পারসোন মানিক হাসান, পিএফজির উপজেলা সমন্বয়কারী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, অভয়নগর এস টি এস স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ প্রমুখ। এসময় অংশগ্রহণকারীরা বলেন, ভিন্নভাবে নাগরিকত্ব ও সামাজিক সম্প্রীতির বিষয়ে আমরা জানতে পারলাম। আশা করি আমরা সবাই মিলে নিজ নিজ স্থান থেকে কাজ করলে আমাদের সমাজ ও রাষ্ট্রে সামাজিক সম্প্রীতি নিশ্চিত হবে।