ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিয়ানশি (এমএলএম) কোম্পানির বিরুদ্ধে ওষুধ বিক্রি করে বেকার তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলেও জানা গেছে। স¤প্রতি ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফা সড়কের তাসলীম ক্লিনিকের পাশে তিয়েনশির ঔষধ বিক্রির অফিস খুলে বসেছে জিএম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। জানা যায়, বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই, তবুও তারা বিক্রি করে আসছেন জটিল ও কঠিন রোগের ঔষধ। প্রতিটি ঔষধের মূল্য ধরা হয় ৮ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত। এসব ঔষধ কিনলে ক্রেতাকে নিতে হবে ডিলারশিপ। এরপর ওই ক্রেতার এসব ঔষধ আরও দুইজনের কাছে বিক্রি করতে হয়। তারা আবার তাদের মতো করে আরো দুইজনের কাছে বিক্রি করবেন। পরে বিক্রিত এসব ঔষধ থেকে পাবেন কমিশন। এ অভিযোগের বিষয়ে জিএম ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. ইন্তাজ আলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে যথাযথ নিয়ম মেনে ব্যবসা করছি। এ ব্যবসার ব্যাপারে জেলার বড় বড় কর্মকর্তারা জানেন।’ এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওই কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’