1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঈদ বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন

  • প্রকাশের সময় বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৭৪ বার সংবাদটি পাঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃঈদ বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন –

করোনা প্রাদুর্ভাবে ঈদ বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠন সহ কাপড়ের বাজারের এক মুখী পথ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এব্যাপারে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন,জেলা পুলিশ,সেনাবাহিনী,Rab,ব্যাটালিয়ন আনসার এর পাশাপাশি কাজ করে যাচ্ছে এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

তিনি বলেন গতকাল ফেসবুকে পোস্ট দেয়ার পরে অনেকে এ কাজে আগ্রহ দেখিয়েছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবকদের জন্য পরিচয়পত্র দেয়া হবে। কাজের একটা গাইড লাইন থাকবে। আগ্রহীদের নিয়ে আগামীকাল দুপুর ১.৩০ মিনিটে  সার্কিট হাউসে ব্রিফিং অনুষ্ঠিত হবে। Adc মাহমুদুর রহমান সমন্বয় করবেন।

জেলা প্রশাসক আরো বলেন ঈদ বাজারে জনসমাগম কমাতে কাপড়ের বাজারে যাওয়ার জন্য তিনটি One way (একমুখী) প্রবেশ পথ এবং একটি মাত্র Exit  (বাহির) হওয়ার পথ থাকবে। One way ( একমুখী)  পথ যেটা -১. পাকা পুলের মোড় ২.সদর থানার পাশ দিয়ে কাপড় বাজারের রাস্তা ৩.পৌর দীঘির দখ্খিন পশ্চিম পাশ দিয়ে কাপড় বাজার মুখী রাস্তা Exit (বাহির পথ) ব্যাংক রোড সুলতানপুর বড় বাজারের সাথে যুক্ত।

সকলকে এ পথ ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন সকাল ৯.৩০ মিনিট থেকে  নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনীর সদস্য এর প্রতিটি পয়েন্টে অবস্থান করবেন সকলকে সহযোগিতা দিতে। যারা বজারে আসতে চান তারা মাস্ক পরে এবং খোলা ছাতা নিয়ে বাজারে প্রবেশ করবেন।  আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সমগ্র সুলতানপুর বড় বাজার সহ জেলা সদরের অন্যান্ন বাজার ও উপজেলার জনবহুল বাজার সমুহ অনুরূপ ব্যবস্থাপনায় নিয়ে আসতে চাই। আমরা সকলে মিলে বাজার এবং শপিংমল কেন্দ্রীক একটা সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলায়  সামাজিক দুরত্ব বজায় রেখে করেনা সংক্রমনের ঝুঁকি হ্রাস করতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব বলে জানান তিনি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION