শাহাদাত হুসাইন সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলাবাসীসহ জেলায় চলাচলরত ছোট বড় যানবাহন গুলোকে জীবানুমুক্তকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জীবানুমুক্তকরণ টানেল নির্মান করা হয়েছে।
যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯ ইষ্ট বেঙ্গলের লে. কর্ণেল ফারহান মনিরের সার্বিক ব্যবস্থপনায় শহরের খুলনা রোড মোড়ে উক্ত টানেলটি নির্মান করছেন ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানীর সদস্যগণ। নির্মাণ কাজে অংশগ্রহণ করেন, সার্জেন্ট আশরাফসহ কর্পোরাল মুহিবুর, ইমরুল, মোস্তফা রাশেদ, মেহেদী, খাইরুল ও রবিউল ইসলাম। শহরের ব্যস্ততম সড়কে জীবানুমুক্তকরণ ট্যানেল নির্মাণের বিষয়ে যশোর সেনানিবাসের ক্যাপ্টেন জিসান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা প্রধানের নির্দেশে সাতক্ষীরা জেলার সাধারন মানুষ ও যানবাহনকে জীবানুমুক্ত করার জন্য প্রাথমিকভাবে এই টানেল নির্মান করা হয়েছে।