1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

‘স্ত্রী ২’-এর সাফল্যে তামান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন!

  • প্রকাশের সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়ার নতুন সিনেমা ‘সিকান্দার কা মোকাদ্দার’। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি থেকে ভালোই প্রশংসা মিলছে দক্ষিণী এই নায়িকার পক্ষে। তবে এখনও তিনি তুমুল প্রশংসায় ভাসছেন ‘স্ত্রী ২’ সিনেমার গানের সূত্রে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির পর ছবিটি বলিউডের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের এই ছবি এরমধ্যে ব্যবসা করেছে ৬০০ কোটি! সেই সূত্রে এখন সবাই ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে, এতো বড় সাফল্যে কার ভূমিকা আসলে কতটুকু! অনেকেই দাবি করছেন, ছবিটির অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যের পেছনে রয়েছে তামান্না ভাটিয়ার উপস্থিতি ও ‘আজ কি রাত’ গান। অনেকেই সামনে আনছেন শ্রদ্ধা কাপুরের পারফরমেন্স কিংবা গল্পের বাঁক।এমন জল্পনা থেকে বেরিয়ে আসতে এনডিটিভির পক্ষ থেকে প্রশ্নটি ছুঁড়ে দেওয়া হলো সরাসরি তামান্না ভাটিয়াকে। জানার চেষ্টা হলো, ছবিটির সাফল্যে তার ভূমিকা আসলে কতটুকু বলে মনে করেন তিনি। জবাবে বিনয়ের সুরে তামান্না বলেছেন, ‘হ্যাঁ, আমি মনে করি সিনেমার বাণিজ্যিক সাফল্যে গানটি বড় অবদান রেখেছে।’তবে তামান্না এটাও মনে করেন, শুধু গান নয়, শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবারই ভূমিকা রয়েছে এই সাফল্যে। পাল্টা প্রশ্ন ছিলো তামান্নার প্রতি, তার পারফরমেন্স যেহেতু ছবিটির সফলতার পেছনে অন্যতম কারণ, সেহেতু লভ্যাংশ দাবি করবেন কি না! জবাবে হেঁসে উড়িয়ে দিলেন নায়িকা। বললেন, ‘এই গান থেকে যে ভালোবাসা পেয়েছি, আর কিছুর প্রয়োজন নেই।’‘স্ত্রী ২’ সিনেমায় স্থান পাওয়া গানটি এতটা সাফল্য পেয়েছে কেন? কী কারণ থাকতে পারে বলে মনে করেন তামান্না। জবাবে বলেন, ‘আমি মনে করি, যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা হলো, যখন একজন অভিনেতা গানে পারফর্ম করে, সেটা কিছুটা আলাদা হয়। সেখানে অভিনেতাকে চরিত্রের কথা মাথায় রাখতে হয়। এমনকি মাথায় রাখতে হয় আপনি গানটির সাথে কতটা যুক্ত। এই গানটি শুট করার সময় আমি আসলে পুরো বিষয়টি জেনে-বুঝে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেজন্যই হয় তো দর্শকরা এতোটা পছন্দ করেছেন।’ বলা দরকার, ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে। নির্মাণ করেছেন অমর কৌশিক।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION