নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মণিরামপুরে শ্রমিকদলের সভাপতি মোমিনুল ইসলাম দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে গরুহাটা মোড়ে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ‚ক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে পৌরশহরের গরুহাটা মোড়ে বাবুলালের চায়ের দোকানে বসে মোমিনুল ইসলাম চা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা ১০/১৫জন দূর্বৃত্তরা লোহার রড় নিয়ে শ্রমিকদল সভাপতি মোমিনুল ইসলামের ওপর অতুর্কিত হামলা চালায়। এতে মোমিনুল ইসলাম গুরুত্বর আহত হয়। হামলার সময় উপজেলা যুবদল নেতা বাবু হোসেন ঠেকাইতে আসিলে তাকেও লোহার রড় দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। ঘটনার পর থেকেই এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, এই ধরনের ঘটনা দলের জন্য অনেক ক্ষতির কারণ ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।এদিকে, মণিরামপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোমিনুল ইসলামের উপর হামলার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় মসজিদের সামনে প্রতিবাদ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আবু জাফর, সহ-সভাপতি ওয়াদুদ হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন প্রমুখ। এসময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।