স্টাফ রিপোর্টারঃ মনিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা কাজে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যজিস্টেট সুফল চন্দ্র গোলদার তারই ধারাবাহিকতায় মনিরামপুর উপজেলার শ্যককুড় ইউনিয়নের কয়েকটি নদী থেকে অবৈধ পাটা উত্তোলন করে পুটিয়ে ফেলে হয় এ ছাড়া পৌর শহরের কাপুটিয়া পর্টি তে কিছু দোকানী সরকারি নির্দেষ অমান্য করে দোকান খোলায় তাদের কে দোকান বন্ধ করতে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যজিস্টেট, উল্লেখ্য যশোর জেলার শপিং মল বা দোকানপাট খুলতে পারবে কিনা এ নিয়ে শুনির্দিষ্ট কোন তথ্য এখনো জেলা প্রশাশন প্রকাশ করেন ই, পরে পৌর শহরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ টি মটরসাইকেল কে ৫০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যজিস্টেট সুফল চন্দ্র গোলদার উল্লেখ্য তাদের অনেকের মাস্ক, হেলমেট ও অভার লোড নেওয়ার কারণে অইনের আওয়াতায় আনা হয়। এছাড়া চিনাটোলা বাজারে নষ্ট বিস্টুক বিক্রি করার দায়ে এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।