ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাঁদা না পেয়ে একই পরিবারের এক নারীসহ ৩জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামে এঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে মিজানুর রহমান,ইদ্রিস আলী ও আহত মিজানুর রহমানের স্ত্রী শামীমা নাসরিন। আহতদের স্বজন শাহীন কবীর জানান, গত ৫ আগস্টের পর থেকে ঘোড়াগাছা গ্রামের কনক আমার কাছে ২লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল। হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতকাল রাতে কনক, মতিয়ার, মোয়াজ্জেম, বোরহানসহ একদল সন্ত্রাসী আমাদের বাড়ি প্রবেশ করে। সেসময় আমাকে না পেয়ে আমার দুই ভাই,ভাবীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। এরপর তারা ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়। শাহীন কবীর আরো জানান, ওই সকল সন্ত্রাসীরা আমার মোবাইল ফোনে হুমকি অব্যাহত রেখেছে। আমি একজন সেটেলমেন্ট অফিসের অস্থায়ী কর্মচারী হয়েও বর্তমানে জীবন বাঁচাতে তাদের ভয়ে বাড়ি ছেলে পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে হরিণাকন্ডুু থানার ওসি এমএ রউফ বলেন, এখনও পর্যন্ত ‘ভুক্তভোগীরা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।