নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী ( সিভিডিপি)৷ ৩য় পর্যায় গ্রাম কর্মী/সুফল ভোগীদের মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ নভেম্বর) মঙ্গলবার যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসক নিশাত তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌহিদুল হক (উপপ্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী ( সিভিডিপি) তয় পর্যায় বিআরডিপি,ঢাকা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কামরুজ্জামান, (উপপরিচালক বিআরডিবি,যশোর) । অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন, বিশ্বজিৎ কুমার ঘোষ, (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,মনিরামপুর)।
উল্লেখ্য উক্ত প্রশিক্ষণ ও যৌথ সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার কুলটিয়া,মনোহরপুর, হরিদাসকাটি ইউনিয়নে উপজেলা বিআরডিবির আওতায় বাস্তবায়নাধীন সিভিডিপি-৩ পর্যায় প্রকল্প প্রাথমিক সমবায় সমিতির সভাপতি ম্যানেজার ও সদস্যগণ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জহুরুল ইসলাম,( উপ প্রকল্প পরিচালক, বিআরডিবি,যশোর),মোছাঃ নুরুন্নহার,(সভাপতি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড মনিরামপুর) এস.এম সোহানুর রহমান,( হিসাব রক্ষক,বিআরডিবি মনিরামপুর)