যশোর প্রতিনিধি
যশোরের এক শিক্ষার্থীর কাছথেকে চাকু ঠেকিয়ে মোবাইল ছিনতাই করতে যেয়ে স্থানীয়দের হাতে কিশোর গ্যাঙ চক্রের দুই সদস্য আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর দুপুরে শহরের দড়াটানা চত্তরে। এ ঘটনায় সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তোভুগির ওই শিক্ষার্থীর পরবার। আটককৃতরা হলো, শংকরপুর চোপদার পাড়ার শরিফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম রাকিব ওরফে জীবন ও একই এলাকার মৃত মুন্নার ছেলে ইমামুল ইসলাম। মামলায় উল্লেখ করেন, আব্দুর রাজ্জাক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জুবাইর কালেক্টরেট ভবনের পাশ দিয়ে দড়াটানার দিকে আসছিলেন। এমন সময় ওই দুই কিশোরসহ আরও কয়েকজন তাকে থামিয়ে শরীরে চাকু ঠেকায়। হত্যার হুমকি দিয়ে জুবায়েরের কাছে থাকা রেডমি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এসময় জুবায়ের চিৎকার দিয়ে তাদের পিছু নেয়। জুবাইরের চিৎকার শুনে আশপাশের লোকজনও তাদেরকে ধাওয়া করে। এসময় আসামিরা মোবাইল ফোনটি ভৈরব নদে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুরাতন কসবা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই কিশোরকে হেফাজনে নেয়। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম জানিয়েছে আটক দুইজন কিশোর গ্যাঙ চক্রের সক্রিয় সদস্য। তাদের একটি গ্রুপ রয়েছে যারা শহরের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই করে। তাদের সহযোগিদের ধরতে পুলিশ কাজ করছে।