1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
মনিরামপুরে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনিরামপুরে ভাটা মালিক শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত আশাশাশুনিতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ  এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান  নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার তিন ষড়যন্ত্রমূলক মামলা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলায় কোন অপকর্ম চলবে না : মোস্তাক আহমেদ সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কর্মী নিহত

যশোরে প্রতারণা করে টাকা আত্মসাৎ এর অভিযোগ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার সংবাদটি পাঠিত
যশোরে প্রতারণা করে টাকা আত্মসাৎ এর অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে কবির হোসেন নামে এক ব্যবসায়ী মামলা করেছেন। তিনি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার মৃত ওসমান খন্দকারের ছেলে ও মেসার্স ননীফল ইউনানী ঔষধালয় ও নার্সারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মঙ্গলবার সকালে তিনি আদালতে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে তার প্রতিষ্ঠানের সাবেক তিন কর্মচারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদি করা হয়েছে তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিযুক্ত তিন কর্মচারীকে। তারা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর এলাকার মোতালেব খানের ছেলে সাব্বির খান(২২) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নেওয়াজ মো. অভি(২০) ও যশোর কোতয়ালী থানাধীন খিতিবদিয়া এলাকার মিজানুর চাকলাদারের ছেলে আকাশ চাকলাদার(২৩)। মামলায় বাদী দাবি করেছেন যে, আসামীদের মধ্যে প্রথম আসামী সাব্বির খান ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের অর্থ সঞ্চালন করতেন। দ্বিতীয় আসামী নেওয়াজ মো. অভি সেলসম্যান হিসেবে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করতেন এবং তৃতীয় আসামী আকাশ চাকলাদার ভিডিও এডিট করে প্রতিষ্ঠানের প্রচারে অংশগ্রহণ করতেন। তারা বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ও অন্য কর্মচারীদের বেতন বাবদ ও ব্যাংকে টাকা জমা রাখার জন্য সর্ব মোট ১৩ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। বাদী আরও উল্লেখ করেছেন, তারা একাধিকবার টাকা ফেরতের জন্য যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন। অবশেষে ২৫ অক্টোবর ২০২৪ তারিখে আসামীদের সঙ্গে মীমাংসার চেষ্টা করেন। তবে তারা একে অস্বীকার করে তাদের অপরাধ স্বীকার করে জানান যে, তারা কোনভাবেই টাকা ফেরত দিতে পারবেন না এবং বাদীকে হুমকি দেয়। এ ঘটনায় বাদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION