যশোর প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার প্রধান সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে গতকাল সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেয় হয়। এরপর প্রেসক্লাবের সামনে তারা ঘন্টাব্যাপি বিক্ষোভ করেন।এসময় বক্তারা বলেন, শেখ বশির উদ্দীন যশোরের মানুষ হওয়ায় আমাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু বশির উদ্দিন সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার সাথে জড়িত। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য করা শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি। অবিলম্বে শেখ বশির উদ্দীনকে উপদেষ্টা পথ থেকে অপসারণ চাই। বক্তব্য রাখেন, মারুফ হোসেন সুকর্ন, বিএম আকাশ, সোয়াইব হোসেন, আল মামুন লিখন, নুর ইসলাম প্রমুখ।