ঝিনাইদহ গত ২৪ ঘন্টায় ডাক্তার সহ আরো ৪ জনের করোনা সনাক্ত!
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহ জেলায় গত২৪ ঘন্টায় ২টি উপজেলায় দুইজন ডাক্তার ও নার্সসহ নতুন করে আরও ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিভাগের প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। এ পর্যন্ত জেলাতে ৩২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে কালীগঞ্জের মেডিকেল অফিসার সম্পা মদক ও কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সানজিদা খাতুন। কোটচাদপুর এলাকায় বাকি দুজন নারায়নগঞ্জ থেকে সম্প্রতি ফেরত এসেছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ থেকে গেল ২৪ ঘন্টায় ১৩টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ৪জন ফলাফল পজেটিভ এসেছে। করেনা ভাইরাসে যারা আক্রান্ত যারা হয়েছে তার মধ্যে ২জন চিকিৎসক ও সেবিকা রয়েছে। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্য বিভাগের প প্রশাসন কে সাথে নিয়ে সে সব বাড়ি ও এলাকায় লক ডাউন করা হবে। এ জেলায় এখন পর্যন্ত ৩২ জন আক্রান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে কেপি বসু সড়কের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ট্যানেলটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। আগামী ১০ মে থেকে শহরের কেপি বসু সড়কের প্রায় আড়াই’শ পোশাকের দোকানে আগত ক্রেতারা এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে দোকানে কেনাকাটা করবেন। কেপি বসু সড়কে আগতদের এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা মোকাবেল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা। টানেলটি নির্মাণ করে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানী।
ঝিনাইদহের মানসিক প্রতিবন্ধী ও ভাসমানদের খাবার দিচ্ছে ঐতিহ্যবাহি জাহেদী ফাউন্ডেশন
ঝিনাইদহ প্রতিনিধি ঃ করোনার কারণে বন্ধ রয়েছে জেলার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানগুলো। এতে অনেকটা খেয়ে না খেয়ে দিনানিপাত করছে প্রতিবন্ধী, ভাসমান মানুষ ও ভিক্ষুক। অসহায় এই মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে তাদের পাশে দাড়িয়েছে ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রান্না করা খাবার বিতরণ করছেন তারা। সংগঠনটির জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, করোনার কারণে বিপাকে পড়েছেন প্রতিবন্ধী ও শহরের ভাসমান মানুষগুলো। তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী এ দ্বায়িত নিয়েছেন। প্রতিদিন খাবার রান্না করে ৩ টি ভাগে বিভক্ত হয়ে ঘুরে ঘুরে খাবার বিতরণ করা হচ্ছে। রমজানের শেষ পর্যন্ত এ খাবার বিতরণ করা হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, শহরের বিভিন্ন স্থানে, মানসিক প্রতিবন্ধী, ভিক্ষুক, বেদেপল্লীর বাসিন্দাসহ প্রায় আড়াই’শ মানুষকে এ খাবার দেওয়া হচ্ছে। জাহেদী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ এ কর্মসূচী বাস্তবায়ন করছে।
মহেশপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক দূর্ণীতির অভিযোগে বরখাস্ত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে নাটিমা কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রহিমকে দূর্ণীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি স্বারিত এক পত্রের সূত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সভাপতির স্বার জালিয়াতি করে টাকা আত্মসাৎ, কমিটির অনুমতি ব্যতি রেখে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পরীার ফিস আদায়, বই বিক্রি, বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করা, সঠিক হিসাব-নিকাশ না দেওয়ায় নিরীা কমিটির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ২৬/৪/২০ইং তারিখে পরিচালনা পরিষদের সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ঐ সভায় সহকারি প্রধান শিক কে ভারপ্রাপ্ত প্রধান শিল মহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে সভাপতি সিরাজুল ইসলাম স্বারিত বহিষ্কারের কাগজপত্র চেয়ারম্যান যশোর বোর্ড, জেলা শিা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিা অফিসার বরাবর প্রেরন করা হয়েছে। মাধ্যমিক শিা অফিসার আমজাদ হোসেন পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত শিক আব্দুর রহিমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। এদিকে সভাপতি আরো জানায় উক্তিি শক তার কয়েকজন সদস্যের কাছ থেকে সাদা কাগজে স্বার নিয়ে মূল্যবান কাগজপত্র তৈরী করার চেষ্টা করছে।
ঝিনাইদহে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিল যুবলীগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শ্রমিক সংকটের কারণে এক হতদরিদ্র কৃষকের ৯০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে যুবলীগের নেতকর্মীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামের আফজাল হোসেন মন্ডলের ধান কেটে দেন তারা। সামাজিক দুরত্ব বজায় রেখে জমির ধান কাটেন তারা। যুবলীগ নেতা হাসিবুর রহমান শিপন, শান্ত জোয়ার্দ্দারের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী এ কর্মসূচীতে অংশ নেয়। এ ব্যাপারে যুবলীগ নেতা হাসিবুর রহমান শিপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেসব কৃষক শ্রমিক পাচ্ছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গা হইতে ফরিদপুরের উদ্দেশ্যে গাঁজা পাচার কালে ঝিনাইদহে ০৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের পোড়াহাটি এলাকা হতে ০৪ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। বর্তমান প্রোপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এমতবস্থায় এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, ঝিনাইদহ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ০১টি মিনিট্রাকে মাদক বহন করিয়া চুয়াডাঙ্গা হইতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা করিয়া আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, ঝিনাইদহ অদ্য ০৬ মে ২০২০ ইং তারিখে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে¡ ঝিনাইদহ জেলার সদর থানার পোড়াহাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং উক্ত পোড়াহাটি এলাকা হতে ৩ জন মাদক ব্যবসায়ী – ফরিদপুর জেলার হাড়োকান্দি গ্রামের এনায়েত খানের ছেলে চালক শাকিল আহমেদ (২১), গোয়ালকান্দি গ্রামের সেকেন মন্ডলের ছেলে আরজান মন্ডল (২০), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার প্রোতাপপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। আসামীদের দখল হতে মিনিট্রাকের ভিতরে অতিরিক্তি টায়ারে মধ্যে বিশেষ কৌশলে রক্ষিত ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার এবং ১টি ট্রাক, ৩ টি মোবাইল সেট, ৪ টি সীম কার্ড ও মাদক বিক্রয়ের নগদ ২,১৬০/- টাকা জব্দ করা হয়। পরে আলামত সহ গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।