1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দুবলার চরে উচ্চক্ষমতা সম্পন্ন ওয়্যারলেস সেট স্থাপন

  • প্রকাশের সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার সংবাদটি পাঠিত

সুন্দরবন সংবাদদাতা

সুন্দরবনের দুবলার চরে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। বঙ্গোপসাগরে জেলেদের সতর্কবার্তা পৌঁছে দিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি গত শনিবার (২ নভেম্বর) ওয়্যারলেস সেট স্থাপন করে। দুর্যোগে জেলেদের উদ্ধারে সেখানে ৬টি স্বেচ্ছাসেবক দলও গঠন করা হয়েছে।ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির শরণখোলার জুনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাতুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় দুবলার চর অঞ্চলে ১০ সহাস্রাধিক শুঁটকিকরণ জেলে অবস্থান করে। জেলেরা ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তা পেয়ে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারেন সে জন্য দুবলার অফিসকেল্লায় উচ্চক্ষমতা সম্পন্ন একটি ওয়ারলেস সেট স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার এই ওয়্যারলেস সেট দিয়ে আবহাওয়া বার্তা গ্রহণ করে তা জেলেদের জানানো হবে। এ ছাড়া দুর্যোগের সময় জেলেদের উদ্ধারে দুবলার অফিসকেল্লায় ১টি, মাঝেরকেল্লায় ১টি, জামতলায় ১টি এবং আলোরকোলে ৩টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ২০জন করে সদস্য রাখা হয়েছে। দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদকে স্বেচ্ছাসেবক দলসমূহের প্রধান করা হয়েছে বলে জুনিয়র পরিচালক আরাফাতুল ইসলাম জানিয়েছেন। দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বকামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূণির্ঝড় প্রস্ততি কর্মসূচির আওতায় দুবলার চরে ওয়্যারলেস সেট স্থাপন করায় মৎস্যজীবীদের অনেক উপকার হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION