1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুরে মৎস ঘেরের নিয়ে বিরোধ মারপিট আহত ২ নগদ টাকা লুট থানায় অভিযোগ

  • প্রকাশের সময় বুধবার, ৬ মে, ২০২০
  • ১০৮ বার সংবাদটি পাঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মৎস ঘেরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ২ জনকে পিটিয়ে গুরুতর আহত করাসহ নগদ টাকা লুট করে নিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা স্থানীয় চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় আসাদ মোড়ল বাদি হয়ে আজাহার মোড়লসহ ৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার মৃলগ্রাম গ্রামের মৃত নওয়াব আলী মোড়লের ছেলে আসাদ মোড়লের সাথে একই গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে ইউনুচ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে মৎস ঘেরের জমি লিজডিড না দেওয়ায় বিরোধ চলে আসছে। ৫ মে মঙ্গলবার রাত টার দিকে আমাদ মোড়ল মৃলগাম পশ্চিডাড়া মোজাহার আলীর মুদি দোকানের সামনে একা পেয়ে তাকে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আসাদ মোড়ল প্রতিবাদ করলে মৃত হাতেম আলী মোড়লের ছেলে আজাহার মোড়লের নেতৃত্বে তার ছেলে রায়হান মোড়ল,রিয়ান মোড়লসহ অজ্ঞানামা ৫/৬ মিলে বাঁশের লাঠি, লোহার রড, দিয়ে আসাদ মোড়ল(৪০)কে মারপিট করে তার বুক পকেটে থাকা ধান বিত্রিুর নগদ ১০ হাজার ৮ শত জোর পূর্বক ছিনিয়ে নেয়। আসাদ মোড়লের ডাকচিৎকারে তার ছেলে(২৪) ঠেকাতে এলে তাকেই মারপিট করে আহত করে। আসাদ মোড়ল অভিযোগে আরো উল্লখ করেছে মৎস ঘেরের জমি ইউনুচ আলীকে লিজডিড না দেওয়ায় সেই আত্রেুাশে তার নেতৃত্ব আজাহার মোড়লসহ তার ছেলেরা আসাদ মোড়লের পরিবারকে পথে খাটে পেয়ে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে প্রদান করে আসছে। এ ব্যাপারে আজাহার মোড়লের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হরেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার এস আই ফজলে রাব্বী মোল্লা বলেন,আসাদ মোড়ল বাদি হয়ে আজাহার মোড়লসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION