নিজস্ব প্রতিবেদক
যশোরে র্যাব-৬ এর অভিযানে আব্দুল আজিজ (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। সোমবার রাত ৭টার দিকে শহরতলী পুলেরহাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আজিজ ঝিকরগাছা মোবারকপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র্যাব-৬ যশোরের রাসেল জানায়, গতকাল সোমবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১ টি কার্গো ট্রাক যোগে বেনাপোল থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছে। এসময় র্যাবের অভিযানিক দল পুলের হাট বাজারে অবস্থান নেয়। যশোর-ট-১১-২৪৬৯ ট্রাকটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাকটি বন্ধ করে কৌশলে চালক পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে।তিনি আরো জানায়, আটকৃতের দেখানো ও সনাক্ত মতে উক্ত ট্রাকের হুডের উপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১৯৮ বোতল ফেনসিডিল ও ট্রাকটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা।গ্রেফতারকৃত আজিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রয় করার উদ্দেশ্যে নিজ দখলে রেখে বহন করে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২ টি মামলা বিচারাধীন রয়েছে।আপরদিকে, একইদিন দিবাগত ভোর রাতে বিশেষ অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান (৪৩) কে আটক করেছে র্যাব-৬, যশোরের সদস্যরা। আটক মনিরুজ্জামান পুটখালী ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত জাহান আলীর ছেলে মনিরুজ্জামান। সোমবার দিবাগত ভোর রাতে পুটখালী ইউনিয়নের মাঠপাড়া গ্রামে ফেনসিডিল কেনা-বেচার সময় র্যাব-৬, যশোরের সদস্যরা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামীকে আটক করে। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র্যাব-৬ যশোরের রাসেল জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দির্ঘদিন ধরে বেনাপোল সীমান্তে বিভিন্ন মাদকদ্রব্য ও ফেনসিডিল কেনা-বেটা করে থাকে। আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।