রুপদিয়া প্রতিনিধি
আওয়ামীলীগ সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের শিকার জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাশেম আলীর মৃত্যুর ২৪ দিনেও মামলা না হওয়ায় আতংক ও হতাশায় হাশেম আলীর পরিবার। এদিকে জেলা ছাত্রদল নেতা হাসেম আলীর উপর হামলাকারী বহুল আলোচিত বালু খেকো নজর আলী খোকা ও তার সহযোগী যুবলীগ ক্যাডার আলমগীর ওরফে কলু আলম, শাহাবুদ্দিন, ভূট্রো, রিপন ওরফে ভূমিদস্যু রিপন সহ খোকার সহযোগীরা প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়ানোয় আতংকে দিন কাটাচ্ছে হাসেম আলীর পরিবার। সরেজমিনে খোজ নিতে নিহত হাসেম আলীর বাড়িতে গেলে কথা হয় নিহত হাসেম আলীর বৃদ্ধ মা রমিসা বেগমের সাথে তিনি জানান আমার সন্তান শুধু মাত্র নজর আলী খোকার অন্যায়ের প্রতিবাদ করায় আমার সন্তানের প্রান কেড়ে নিয়েছে। হাসেম দীর্ঘ দিন চিকিৎসা নিয়েও বাচতে পারিনি তিনি আরো জানান হাসেমের উপর হামলাকারীরা এখন বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে এখন ভয় ও আতংকে দিন পার করছি। নিহত হাসেম আলীর বড় ভাই বজলুর রহমান জানান হাসেম আলী ঘোড়াগাছা শ্রীপদ্দী গ্রামের বালু খেকো নজর আলী খোকার অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় আমার ভাই কে নির্মম ভাবে হাতুড়ি পেটা করে নজর আলী খোকার নেতৃত্বে আলমগীর, শাহাবুদ্দিন, ভূট্টো, রিপন সহ তাদের সহযোগীরা এবং মারধরের পর পুলিশের হাতে তুলে দেই। হাসেম আলীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান এবিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব নিয়েছেন বলে জানান। বজলুর রহমান আরো জানান হাসেম আলীর হত্যাকারী খোকা সহ তার সহযোগীরা মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। যেকারনে আমরা ভয়ে তেমন বাইরে যায়না। কামরুজ্জামান বাবু নামে একজন গ্রামবাসী জানান বালু খেকো নজর আলীর অবৈধ বালু উত্তোলনের কারনে আমার বসত ঘর বালুর পুকুরে বিলীন হয়ে যাচ্ছে, এবিষয়ে সদর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছি কিন্তু কোন ফায়দা হয়নি, অভিযোগ দেওয়াতে নজর আলী খোকা আরো বেপরোয়া হয়ে আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে, তারা এবিষয়ে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান বহুল আলোচিত বালু খেকো নজর আলী খোকার বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই মামলা হামলার শিকার হতে হয়েছে। এজন্যই ভয়ে কেউ ওর বিরুদ্ধে কথা বলে না। তবে ছাত্রদল নেতা হাসেম আলী মারা যাওয়ার পর সবাই ভেবেছিলো ওর উপযুক্ত শাস্তি হবে কিন্তু ক্রমেই সে আশা কমে যাচ্ছে। কারন নজর আলী খোকা ঘোষণা দিয়েছে এসব মামলায় তার কিছুই করতে পারবে না। শুধু তাই না নজর আলী খোকা গ্রামের মানুষ কে হুমকি ধামকি দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে দেখে নিবে। গ্রামবাসী বালু খেকো নজর আলী খোকার আটক ও শাস্তি দাবী জানান। উল্লেখ্য অবৈধ বালু সিন্ডিকেট প্রধান বহুল আলোচিত বালু খেকো নজর আলী খোকা ও তার সহযোগীদের হাতুড়ি পেটায় মারাত্মক আহত হয় যশোর জেলা ছাত্রদল নেতা হাসেম আলী। হাসেম আলী সর্বশেষ ঢাকার ল্যাবএইডে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৩ অক্টোবর মৃত্যু হয়।