মেহেদী হাসান মিঠু,শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুরে নির্মাণাধীন একটি মার্কেট রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ ম্যজিস্ট্রেট আদালতে ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন, একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা সহযোগী।মার্কেট মালিক রফিকুল ইসলাম জানান,তার দাদা মাহাতাব উদ্দিন মিয়া শৈলকুপা উপজেলার ৩০ নং উত্তর মির্জাপুর মৌজার ৫৭০ নং দাগে ৪৩ শতাংশ জমির মধ্যে ১৯২৩ সালে ৮ শতাংশ জমি এবং তার পিতা নুরুল ইসলাম মিয়া ও চাচা আমিরুল ইসলাম মিয়া একই দাগের ১৪ শতাংশ ডোবা জমি ১৯৫৯ সালে ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ তারা ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই ডোবা জমিতে বালু দিয়ে ভরাট করে মার্কেট নির্মাণ করতে গেলে অভিযুক্তরা কাজে বাধা প্রদান করে ও জাহিদুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ আদালতের মাধ্যমে ৯ অক্টোবর ১৪৪ ধারা জারি করে। কোর্টের নির্দেশ মোতাবেক রফিকুল ইসলাম নির্মান কাজ বন্ধ রাখেন। গত ২৫ অক্টোবর দিবাগত রাত একটার দিকে তার নির্মানাধীন মার্কেটের ওয়াল ভেঙে ফেলে দেয়। সকালে ফজরের নামাজ পড়ে ফেরার পথে প্রতিবেশী মুসল্লীরা ওয়াল ভাঙ্গা দেখতে পেয়ে তাকে খবর দেয়। এ বিষয়ে ঝিনাইদহ আদালতে একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা সহযোগীকে বিবাদী করে ২৭অক্টোবর আমি বাদী হয়ে ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করি।একই গ্রামের হাজী আবদুর রাজ্জাক (৭০) ও রবিউল (৬৭) জানান যে, ওই জমিটি দীর্ঘদিন যাবৎ রফিকুল গংরা ভোগ দখল করে আসছে। এখানে তাদের ৩টি টিনসেড দোকান ভাড়া দেওয়া ছিল।বিবাদী জাহিদুল ইসলাম জানান আমরা গ্রামে থাকিনা ঝিনাইদহ শহরে বসবাস করি। রফিকুল ইসলামের নির্মানাধীন মার্কেটের ওয়াল কে বা কাহারা ভেঙ্গেছে এ ব্যাপারে আমরা কিছু জানিনা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান যে, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদ›ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।