শার্শা প্রতিনিধি; যশোরের বেনাপোল পৌর স্বেচ্ছা সেবক লীগের উদ্দ্যোগে বেনাপোল পৌর এলাকায় অবস্থিত ছয়টি প্রেসক্লাবের সংবাদ কর্মীদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে একতা প্রেসক্লাবের অফিস কক্ষে সংগঠনটির সভাপতি সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রেসক্লাবের সংবাদ কর্মীদের হাতে স্বাস্থ্য সুরক্ষায় পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান বাবু, বিশ্ব মান চিত্রের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক মাতৃছায়া ও দৈনিক প্রবাহের বেনাপোল প্রতিনিধি সুমন। করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে সুরক্ষা উপকরন বিতরন উপলক্ষ্যে বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টু বলেন, জাতীয় দূর্যোগময় মূহুর্তে সাধারন মানুষের সেবায় করোনায় ভয় উপেক্ষা করে যারা দিন রাত কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্বেচ্ছাসেবক লীগের ক্ষুদ্র প্রয়াস মাত্র। সংগঠনটির বেনাপোল শাখার সাধারন সম্পাদক কামাল হোসেন সংবাদ কর্মীদের জানান, শার্শা উপজেলা প্রশাসন সহ বেনাপোল ফায়ার সার্ভিস স্টেসন, আনছার ক্যাম্প, বেনাপোলস্থ সকল প্রেসক্লাব ও বেনাপোল পোর্ট থানা পুলিশের মাঝে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে পিপিই বিতরন করা হয়েছে। সংবাদ কর্মীরা করোনা দূর্যোগে বিনা বেতনে ঝুঁকি বেশী নিয়েই দ্বায়িত্ব পালন করছে। বিবেক বোধ হতেই বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ এ সকল সমাজকর্মীদের পাশে দাড়িয়েছে। পৌর স্বেচ্ছাসেবকলীগের মহৎ এ উদ্দ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাংবাদিক মহল।