1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে গৃহবধূ শাহানারা হত্যা মামলার দুই ভাই আটক, চাকু ও গহনা উদ্ধার 

  • প্রকাশের সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার সংবাদটি পাঠিত
যশোরে গৃহবধূ শাহানারা হত্যা মামলার দুই ভাই আটক, চাকু ও গহনা উদ্ধার 

স্টাফ রিপোর্টার

যশোর শহরের শেখহাটি আদার্শপাড়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালা শাহানারা বেগম সানা (৬০) হত্যার অভিযোগে অভিযুক্ত দুই যুবককে(ভাই আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে পিবিআই এর একটি টিম সাতক্ষিরার ঝাউডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা হলেন, তালবাড়িয়া খালপাড় এলাকারমৃত হোসেন আলীর ছেলে বাবলা (৩০) ও তার মামাতো ভাই সুমন ইসলাম (৩২)। এছাড়া অভয়নগরের আকিজ সিটি এলাকা থেকে হত্যায় ব্যবহৃত চাকু শাহানারা বেগমের বাড়ি থেকে লুট হওয়া সোনার গহনা উদ্ধার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই এর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, এরআগে নিহতের ছোট ছেলে ইউসুফ হোসেন এই ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা ২/৩ মাস আগে তার পিতা আতিয়ার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। তার মা শাহানারা বেগম গৃহিনী। ভাড়ার টাকা নিয়ে আসামিদের সাথে তার মায়ের প্রায় সময় কথাকাটাকাটি হয়। এর ফলে তার পিতা ও মাকে খুন জখমের হুমকি দেয় তারা। গত গত ৩০ অক্টোবর দুপুরে তার পিতা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন বাইরের গেটে তালামারা। তিনি অনেক ডাকাডাকি করেন, মোবাইল ফোনও করেন। কিন্তু ফোন বন্ধ পান। অনেক স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রাতে তার বাবা তার বাড়িতে থাকেন। পরদিনে সকালে তার বড় ভাই ও পিতা স্থানীয় লোকজন নিয়ে বাড়িতে গিয়ে ঘরের তালাভেঙ্গে ভেতরে ঢোকেন এবং দেখেন ঘরের মেঝেতে তার মায়ের মরদেহ পড়ে আছে। তার ঠোটে রক্ত। গলাই ক্ষত রয়েছে। মেঝেতে রক্ত পড়ে আছে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তার ধারনা আাসামিরা তার মায়ের গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পিবিআই এরও ওই সূত্র জানায়, তারা এখনো পুরো কাজ শেষ করতে পারেনি। ফলে এখনি আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION