আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসজনিত দূর্যোগ মোকাবেলায় নিয়োজিত মণিরামপুরের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে শুরু হয়েছে।
মণিরামপুর উপজেলা পরিষদ ও ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ২টি টিম ভাগ করে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত ভ্যান, সাইকেল, মটর সাইকেল, ট্রাক সহ সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়।
সম্প্রতি নোবেল করোনা ভাইরাসে মণিরামপুরে আক্রান্ত ০৫জন। করোনার প্রাদূর্ভাব কমাতে এবং মণিরামপুর বাসিকে করোনামুক্ত রাখতে স্বেচ্ছাসেবী টিমের এক ক্ষুদ্র প্রয়াস বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন। তিনি বলেন, “আমাদের পৌরসভার স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে চালু করেছি। করোনার এই মহামারিতে খুবই ক্ষুদ্র এক প্রয়াস আমাদের, ইনশাআল্লাহ এমন ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমেই আমরা করোনা মোকাবেলায় সফল হবো। ”
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আহসান উল্লাহ শরিফীর উদ্যোগে গঠিত হয় ২৩০জন সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম। যার মধ্যে পৌরসভায় কাজ করছে ৯০ জন স্বেচ্ছাসেবী। সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ এলকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্বেচ্ছাসেবীরা কন্ট্রোল রুমে দিচ্ছে।
প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করে চলেছে এই টিমের সদস্যরা। একজন উপজেলা মেন্টর, একজন টিম মেন্টর ও একজন পৌরসভা মেন্টর এই গোটা টিমগুলো পরিচালনা করেন।
জীবাণুনাশক স্প্রে সম্পর্কে জানতে চাইলে পৌরসভা মেন্টর (ভারপ্রাপ্ত) তাসনিমুল হাসান বলেন, “আমরা সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ২টি পয়েন্টে স্প্রে কার্যক্রম শুরু করেছি এবং কার্যক্রমটি অব্যাহত থাকবে।”