1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

আবারও ইসরায়েলগামী ৩টি জাহাজে হামলার দাবি হুথিদের

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার সংবাদটি পাঠিত
ফাইল ছবি: এপি

কণ্ঠ ডেস্ক

লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (২৮ অক্টোবর) গোষ্ঠীটি বলেছে, এটি ছিল ইসরায়েলের উপর নৌ অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বফাইললেছেন, ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়।এলএসইজি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলার শিকার তিনটি জাহাজই ছিল লাইবেরিয়ায় নিবন্ধিত।হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটিকে মোতারো বলে অভিহিত করেছে হুথিরা। লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিম উপকূলে জাহাজটিকে সর্বশেষ দেখা গেছে।এসসি মন্ট্রিল নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুথিদের লক্ষ্যে পরিণত হয় বলে জানা গেছে।তৃতীয় জাহাজটি ছিল মায়েরস্ক কাউলুন। এটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুথিদের হামলার শিকার হয়।ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে,  ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে।গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন বন্ধ করার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হুথিরা। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটিকে ঘিরে মারাত্মক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION