নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (পূর্ব) আমীর অধ্যক্ষ আব্দুল আজিজ বলেছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য ২০০৬ সালের ২৮ শে অক্টোবর একটি বিশেষ অধ্যায়। এ দিন আওয়ামী লীগ অপশক্তি বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিতে এক ভয়াবহ নারকীয়তার অবতারণা করে। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। ২৮ শে অক্টোবরের শহীদদের রক্ত ইসলামী আন্দোলনের ভিত্তিতে আরও সুদূঢ় করেছে। সোমবার বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমীর লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর নেতা সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটনের সঞ্চালনায় সামবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের জেলা সুরা সদস্য উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, সংগঠনের মণিরামপুর উপজেলা শাখার নায়েবে আমীর মহিউল ইসলাম, জেলা যুববিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, মণিরামপুর উপজেলা শাখার সহকারি সেক্রেটারী ডাক্তার শরিফুল ইসলাম, সুরা সদস্য অধ্যাপক সেলিমজাহাঙ্গীর, রবিউল ইসলাম, উপজেলা শাখার সাবেক আমীর মিজানুর রহমান, পৌর সভাপতি আব্দুল বারী, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার, সাবেক সভাপতি আবু সালেহ ওবায়দুল্লাহ প্রমূখ।