মনিরামপুর (পৌর) প্রতিনিধি
দেশব্যাপি দ্রব্য মূল্যের উর্ধগতির মাঝে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাজার সদয় ক্রয়ে কিছুটা সস্থি দিতে এবং বাজার সিন্ডিকেট রুখে দিতে মনিরামপুরে বনিতা ফাউন্ডেশন ও সম্মিলনী মানবসেবা & ব্লাড ডোনেশনের যৌথ উদ্যোগে ‘ন্যায্য মূল্যের বাজার’ এর কাযক্রম অনুষ্ঠিত হয়েছে।এ সময় আগত বিভিন্ন শ্রেনীপেশার ক্রেতারা ন্যায্য মূল্যে দ্রবাদি ক্রয় করতে পেরে অনেক আনন্দ প্রকাশ করেন।পরিচালিত ন্যায্য মূল্যের বাজারে ছিল পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ কেজি প্রতি ৯৮ টাকা এবং রসুন কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রয় করা হয়। ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রবাদী ক্রয় করে এবং সস্থি প্রকাশ করে।বনিতা ফাউন্ডেশন থেকে উপস্থিত ছিল শরিফ মাহমুদ, হিজর, ইমন, সাকিব, মুনিম, আবিদ, মারিয়া, সানজিদা ও মিরা এবং সম্মিলনী মানবসেবা & ব্লাড ডোনেশন থেকে উপস্থিত ছিল প্রতিষ্ঠাতা অভি, মারুফ ও ইসরাফিল। ন্যায্য মূল্যের বাজার থেকে বাজার দর থেকে কম মূল্যে পন্য কিনতে পেরে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা বলে জানান দুই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।